বহু প্রেমের ইতিহাসের সাক্ষী এই লেক


বুধবার,১৩/০২/২০১৯
848

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ শহর জুড়ে যেন প্রেমের মরশুম , চলছে প্রেমের দিন। শহর কলকাতার আনাচে কানাচে জড়িয়ে রয়েছে ইতিহাস। কলকাতায় প্রেম যারা করেছেন তাঁরা এই চত্বরে আসেননি হতেই পারে না। কথা দেওয়া ও ভাঙার বহু সাক্ষী হয়ে রবীন্দ্রসরোবর লেক প্রেমের ইতিহাস লিখে যায় একা।লোকমুখে এটি “দক্ষিণ কলকাতার ফুসফুস” হিসেবে আখ্যায়িত। এই শহরে বুকে জমে আছে বহু প্রেম ভালোবাসার ইতিহাস। আকাশে বাতাসে প্রেমের আমেজ নিয়ে ভরে উঠেছে চারিদিক। বর্তমানে নতুন প্রজন্মের কাছে ছবি তোলার আদর্শ জায়গা হয়ে উঠেছে এই লেক। পরন্ত বিকেলের সুগন্ধ মেখে এই লেক চত্বরে আজও ভিড় জমায় প্রেমিক প্রেমিকারা। বহু প্রেমের ইতিহাসের সাক্ষী এই লেক।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট