দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি


মঙ্গলবার,১২/০২/২০১৯
779

বাংলা এক্সপ্রেস---

জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় বড় কথা বলে কি করে? আমরাও রাস্তায় নামতে পারি। গাড়ি আটকে দেব, জল বন্ধ করে দেব, ছাল ছাড়িয়ে দেব। নদিয়া, উত্তর ২৪ পরগনা নয়, আমরা পথে নামলে গোটা বাংলায় আগুন জ্বলবে। বাংলায় কেউ নিরাপদ নয়, যে কারোর ওপর আক্রমন আসতে পারে। প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। আসল খুনিকে ধরতে পারছে না, বিজেপিকে টার্গেট করছে। তদন্ত হল না, আগেই বলে দেওয়া হচ্ছে মুকুল রায় দোষী, দিলীপ ঘোষ দোষী।

প্রতিহিংসার রাজনীতি কাকে বলে তৃণমূল জানে না, আমরা প্রতিহিংসার রাজনীতি করলে কেউ আস্ত থাকবে না। বাংলায় আগুন জ্বলবে। দিল্লিতে গিয়ে কোন লাভ নেই। চন্দ্রবাবু নাইডু কলকাতায় এসেছিলেন, এখন উনি দিল্লী যাচ্ছেন। তাতে করে কেউই নিজেদের রক্ষা করতে পারবে না। এমএলএ দের নিরাপত্তা বাড়িয়ে আসলে কাজের কাজ হবে না। পুরোপুরি ব্যার্থ সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট