পশ্চিম মেদিনীপুর: “জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর” বিবেকানন্দের বাণীকে পাথেয় করে সৈয়দ আহমেদ হোসেন একান্ত প্রচেষ্টায় দরীদ্র জনসাধারণকে বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করেছে। মেদিনীপুর শহরের প্রবেশ পথে হোসনাবাদ এলাকায় একটি স্থায়ী পলিক্লিনিক ও খোলা হয়। এই পলিক্লিনিকে প্রতিদিন বিভিন্ন বিভাগের প্রথিতযশা চিকিৎসকগন চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা দেওয়া হবে।
সপ্তাহে একদিন সম্পুর্ন বিনামূল্যে ও অন্যান্য দিন খুবই নগণ্য খরচে চিকিৎসা পররিসেব দেওয়া হবে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এরশাদ আলী, ডাঃ সুমন সাহা, সমাজসেবী লিয়াকত আলী, জেলা কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি, পলিক্লিনিক এর ডিরেক্টর সৈয়দ আহমেদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রায় শতাধিক ব্যক্তি চিকিৎসা পরিসেবা গ্ৰহন করে।