চোর অপবাদ অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী


মঙ্গলবার,১২/০২/২০১৯
581

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: চোর অপবাদ অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো শম্পা মন্ডল নামের কেশিয়াড়ী কন্যা বিদ্যাপীঠের আবাসিক বছর 14 অষ্টম শ্রেণীর এক ছাত্রী। সূত্রের খবর, বাগদেবী পুজো হয়েছে গতকালই আজ ঘট বিসর্জন এর পালা, তার আগেই প্রসাধন সামগ্রীর বাক্স চুরি নিয়ে কথা কাটাকাটি হয় আবাসিক ছাত্রীদের সঙ্গে শম্পার। এরপরে সোমবার সকালে ছাত্রীরা ঘট বিসর্জন এর পর প্রসাদ সেবন এর জন্য খাবার টেবিলে বসে দেখে শম্পা এখানে উপস্থিত নেই ।

এরপরে শম্পার খোঁজ শুরু হয়। অবশেষে স্কুলের ছাত্রীরা দেখতে পায় স্কুলের পেছনে থাকা একটি বিল্ডিং এর তিতলে 25 নম্বর রুমে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয়েছে শম্পা। এরপরে স্কুলের তরফ থেকে শম্পার বাড়িতে ও কেশিয়াড়ি থানায় জানানো হয়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ সঠিক কি রয়েছে তা তদন্ত করছে কেশিয়াড়ি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট