পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে পথনিরাপত্তা মাস উৎযাপিত হচ্ছে সমস্ত থানা জুড়ে। পথ দূর্ঘটনা যথাসম্ভব রোধ করে কিভাবে প্রাণহানি কমান যায় তার জন্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন করতে নানা ধরনের কর্মসূচি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তবুও উচ্চ গতির যুগে মানুষের মনের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। তাই টিনএজারদের মধ্যে পথনিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে খড়গপুর আই আই টি মৈত্রী হলে একটি সেমিনারের আয়োজন করা হয়।
খড়গপুর আই আই টি, জেলা পুলিশ প্রশাসন এর ট্রাফিক বিভাগ ও জেলা পরিবার দপ্তরের মিলিত উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই কর্মশালা চলে। এই সেমিনারে কয়েক শতাধিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া, আই আই টি ডিরেক্টর পার্থ প্রতিম চক্রবর্তী, জেলা শাসক পি মোহন গান্ধী, অধ্যাপক ভার্গব মৈত্র সহ পরিবহনের সংগে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ।