খন্নেরপোল ইউথ ইউনাইটেড ক্লাবের দিনরাতের ফুটবল খেলা


সোমবার,১১/০২/২০১৯
627

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়ের কাশিপুর-খন্নেরপোল ইউথ ইউনাইটেড ক্লাবের পরিচালনায় রবিবার অনুষ্টিত হল একদিনের দিনরাতের নক আউট ফুটবল প্রতিযোগিতা।প্রতিযোগিতায় ৮ টি দল মাঠে নামে তাদের নিজ নিজ শেষ্টত্ব প্রমাণের লড়াইয়ে।নক আউট পর্যায়ে ৮টি দল ৪ টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়।তারপর সেমি ফাইনাল ও ফাইনাল খেলার মধ্য দিয়ে খেলা শেষ হয়।

খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমি প্রচুর মানুষ মাঠে ভিড় জমান।বেচাকেনার আশায় দোকানিরা হাজির হয় বিভিন্ন খাবারের পসরা নিয়ে।এদিন খেলার মাঠে উপস্থিত হয়ে ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম,ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিত মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্য ওহিদুল ইসলাম,মোমিনুল ইসলাম,কাশেফুল করুব খাঁন প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন শানপুকুরের প্রাক্তন প্রধান হাজি মুসাহক মোল্লা,ভোগালি ২ এর প্রধান মোদাচ্ছের হোসেন,সমাজসেবি ওহেদালি শেখ প্রমুখ।

এলাকার যুব সম্প্রদায়কে আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করেন সমাজসেবি হাকিমুল ইসলাম ও মহসিন মোল্লা।সুচারুভাবে খেলা শেষ হওয়ায় তারা দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।হাকিমুল ইসলাম বলেন,খেলাধুলো আমাদের শারীরিক ও মানসিক শক্তি যোগায়।পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে।তিনি আরও বলেন,এই ধরণের খেলা যুব সমাজকে বিপথ থেকে সমাজের মূলস্রোতে এনে দেয়।পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে যথাক্রমে বাজাজ পালসার ও অ্যাপাচি আরটিআর মোটর বাইক তুলে দেওয়া হয়।সঙ্গে উভয় দলকে সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট