নিজস্ব প্রতিবেদন ঃ ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।’ ফুল ফোটার পুলকিত এই দিনে বন-বনান্তে, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে উঠছে চারদিক। রোমান্টিকতার হাত ধরে শুরু হল প্রেমের দিন। প্রেমের সপ্তাহের শুরু হয়েগেছে কয়েকদিন আগেই। আজ ১১ ই ফেব্রুয়ারী । আজ প্রমিস ডে। প্রতিশ্রুতি রাখার দিন আজ। বছরভর প্রিয় মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়ার দিন আজ। সর্বত্র প্রেমের জোয়ারে ভাসছে কপত কপোতিরা। বছরভর ধরে ফেব্রুয়ারী মাসের এইকটা দিনের জন্য অপেক্ষায় থাকেন অনেকে। এই দিনে অনেকেই নিজের প্রিয়জনকে উপহার দেওয়ার পাশাপাশি নিজের মনের কথাও জানায়। সব মিলিয়ে বসন্ত এসেছে দুয়ারে। আকাশে বাতাসে প্রেমের আমেজ। তা চুটিয়ে উপভোগ করতে ব্যাস্ত অনেকে। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। আর সেই প্রেমের ঋতুর হাত ধরে উদযাপিত হচ্ছে প্রেমের উৎসব।
আজ প্রমিস ডে
সোমবার,১১/০২/২০১৯
1361
বাংলা এক্সপ্রেস---