দিন দাহাড়ে মেদিনীপুর শহরে চলল গুলি, ঘটনায় আতঙ্ক এলাকায়


রবিবার,১০/০২/২০১৯
508

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: দিন দাহাড়ে মেদিনীপুর শহরে চলল গুলি, ঘটনায় আতঙ্ক এলাকায়। আজ বিকেল ৪ঃ৪০ মিনিটের আশেপাশে মেদিনীপুর শহরের কোতয়ালী থানা এলাকার খাপ্রেল বাজারে বজরং ক্লাব থেকে সিপাইবাজার যাওয়ার রাস্তার দিকে যাওয়ার সময় গোটা রাস্তার ৩-৪ টি স্থানে এক দুষ্কৃতী গুলি চালায়। প্রায় ৬-৭ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। একটা বাইকে করে ২ জন ছিল বলে জানিয়েছে এলাকাবাসীরা।

পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে। সিসিটিভি তে ২ জনক একটি বাইকে করে যেতে দেখা যাচ্ছে। কি কারণে গুলি চললো তা জানা যায় নি। তবে গুলিতে কেউ আহত হয় নি। গুলি চালানোর সময় নিজের নাম রাজা বলে দাবী করেছিল এক যুবক, এমনই জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার পর কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলালাবাসীদের কাছ থেকে বিবরণ নিয়ে গুলি চালানোর কারণ খতিয়ে দেখছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট