বিশ্ববাংলা গেটের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন ফিরহাদ হাকিম


রবিবার,১০/০২/২০১৯
616

বাংলাএক্সপ্রেস---

নিউটাউন:সাধারণ মানুষের জন্য খুলে গেল বিশ্ববাংলা গেট এবং রেস্টুরেন্ট।নিউটাউনের বিশ্ববাংলায় গেট ও রেস্টুরেন্ট উ্দ্বোধন করেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান ও হিডকো এবং এনকেডিএর অন্নান্য আধিকারিকগন।বিশ্ববাংলা গেট বাংলার স্থাপত্য শিল্পেরর অন্যতম নিদর্শন।এই গেট নিউটাউন শহরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে।সাধারণ মানুষ সামান্য খরচে বিশ্ববাংলা গেটের উপর থেকে শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।স্বাদ নিতে পারবেন নানা পদের খাবারের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট