ষোড়ষ লোক সভায় তাঁর উপস্তিতির হার ৯২ শতাংশ।অথচ কথা বলার ক্ষেত্রে ব্যবহার করেছেন পাঁচ বছরে মাত্র ৩৬৫ টি শব্দ।ইন্ডিয়া টুডের রিপোর্ট ও লোকসভার নথি থেকে পাওয়া গেছে বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ন আডবাণির এই রেকর্ড।লোক সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সময় বলেছিলেন,’আমি এই প্রস্তাব সমর্থন করি’।অন্যদিকে কথা বলেছিলেন দুটি সংসদীয় কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময়।যে কমিটির প্রধান ছিলেন তিনি নিজেই।’আমি সংসদে এই রিপোর্ট জমা দিচাছি।’শেষ বারের মতো আডবাণি কথা বলেছিলেন কাশ্মীর নিয়ে আলোচনার সময়।এর আগে পঞ্চদশ লোকসভায় তিনি ৩৬ হাজার শব্দ ব্যবহার করেছিলেন।
তিনি থেকেও যেন নেই!সংসদে পাঁচ বছরে খরচ করেছেন মাত্র ৩৬৫
রবিবার,১০/০২/২০১৯
459
বাংলাএক্সপ্রেস---