বিগব্যাশ লিগে ১ বলে ১৭ রান!


রবিবার,১০/০২/২০১৯
639

বাংলাএক্সপ্রেস---

মেলবোর্ন:এক বিরল মূহুর্তের সাক্ষি হল মেলবোর্ন ক্রিকেট গ্রাইন্ড।ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই ১৭ রান!অথচ বাকি ৫ বলে এল মাত্র ৬ রান।এক ওভারে মোট রান ২৩।অতিরিক্ত হিসাবে আসে ৮ রান।যার মধ্যে ৫ টি ওয়াইড ও ৩ টি নো বল।এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লিগ বিগব্যাশে।যিনি ১ বলে ১৭ রান দিয়ে বিরল রেকর্ড করেছেন তিনি হলেন হোবার্ট হেরিকেন্সের বোলার রাইলি মেরেডিথ।তাঁর এই পারফর্মেন্স দুঃস্বপ্নের মতো হলেও দলকে খেসারত দিতে হয়নি।বৃহস্পতিবার মেলবোর্নের বিরুদ্ধে ১৬ রানে ম্যাচ জিতে হোবার্ট হেরিকেন্স শীর্ষেই অবস্থান করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট