রিও ডি জেনিইরো:ফ্লামেঙ্গোর
স্পোর্টস কম্পলেক্স ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল ১০ জনের।
এখানে মূলত একাডেমির ফুটবলার ও কর্মকর্তারা থাকত।রিওর পুলিশের আশঙ্কা এখানে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মধ্যে ৬ জন ফুটবলার।যাদের বয়স ১৪-১৭ বছরের মধ্যে বলে অনুমান করা হচ্ছে।বাকি ৪ জন ক্লাব কর্মকর্তা।স্থানীয়দের ধারণা আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
ব্রাজিলে ফুটবল ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে ১০ জনের মর্মান্তিক মৃত্যু
রবিবার,১০/০২/২০১৯
1048
বাংলাএক্সপ্রেস---