তৈরি হচ্ছে টেনিস সুন্দরি সানিয়ার বায়োপিক


শনিবার,০৯/০২/২০১৯
3801

বাংলাএক্সপ্রেস---

এবার তৈরি হতে যাচ্ছে ভারতীয় টেনিস সুন্দরি সানিয়া মির্জার বায়োপিক।হায়দরাবাদ কন্যার জীবনের লড়াই ও সাফল্যের কাহিনি তুলে ধরা হবে বড়পর্দায়।এই মুহূর্তে বলিউডের সফল রনি স্কুওয়ালা সানিয়াকে নিয়ে বায়োপিক তৈরির কথা ভাবছেন।ইতিমধ্যে তাঁর তৈরি ‘কেদারনাথ ও উরি:দ্য সারাজিকাল স্ট্রাইক’ ছবি সাড়া ফেলতে সক্ষম হয়েছে।এবার এডভেঞ্চার হতে যাচ্ছে সানিয়াকে নিয়ে ছবি।এখনও অবধি ৬ টি গ্রান্ডস্লামের মালিক সানিয়া।বায়োপিক তৈরির সমগ্র বিষয়টি নিয়ে বেশ খুশি শোয়েব জায়া সানিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট