আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠিয়েছে বিসিসিআই।তাঁর অনুপুস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন হিটম্যান রোহিত শর্মা।অধিনায়কের গুরু দ্বায়িত্ব বেশ ভালো ভাবেই পালন করছেন তিনি।তবে বিরাট কোহলিকে কি মিস করছেন?সম্প্রতি এই প্রশ্ন করা হয় বামহাতি পেসার খলিল আহমেদকে।প্রশ্ন শুনে তিনি চুপ হয়ে যান।হতভম্ভ হয়ে কিছুক্ষণ পরে বলতে থাকেন,’এই কোয়েশ্চেন আর করবেন না।নেক্সট কোয়েশ্চেন প্লিজ।’অন্যদিকে খলিলের বোলিং নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘নিউজিল্যান্ডের মাটিতে বল করা এক অন্যরকমের অভিঞ্জতা।’
বিরাট কোহলিকে মিস করেন? উত্তরে কি বললেন খলিল আহমেদ
শনিবার,০৯/০২/২০১৯
593
বাংলাএক্সপ্রেস---