হোল্ডারের অনুপস্থিতিতে কী ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস তৈরী করতে পারবে?


শনিবার,০৯/০২/২০১৯
590

বাংলা এক্সপ্রেস---

ডেভিড গাওয়ারের নেতৃত্বে ইংল্যান্ড ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজে মোট ১৪ টি ম্যাচ খেলেছে তার মধ্যে ১০ ম্যাচই তাদেরকে হারতে হয়েছিল। ৩০ বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজ আবার স্বপ্ন দেখছে ইংল্যান্ড টিমকে হোয়াইট ওয়াশ করে দেশে ফেরত পাঠাতে। প্রথম দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে জিতল তাতে লক্ষ যে খুব কঠিন নয় তা বলাই বাহুল্য। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারকে স্লো ওভার রেটিংয়ের জন্য সাসপেন্ড করা হয়।

কিন্তু সিরিজের শেষ ম্যাচে সেটি বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না। যদিও ইংল্যান্ড তাদেরকে প্রমান করতে মরিয়া। সুতরাং হোল্ডারের অনুপস্থিতির সুযোগ নিতে চাইবে ইংল্যান্ড। কয়েকদিন আগে পর্যন্ত ওয়েস্টইন্ডিজ ক্রিকেট নিয়ে বাজি ধরার মত সাহস কারও ছিল না, এতটাই বাজে দল ছিল ওয়েস্টইন্ডিজ। হঠাৎ বিশ্ব কাপের আগে দুরন্ত ফর্মে ফিরে ইংল্যান্ডের মতো আসন্ন বিশ্বকাপের ফেভরিট দলকে কুপোকাত করাটা সত্যিই তাৎপর্যপূর্ণ। সুতরাং সিরিজ হারলেও শেষ টেস্টটি জিতে অন্তত ইংল্যান্ড নিজের সম্মান রক্ষা করতে চাইবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট