ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে সূবর্নরেখা মহাবিদ্যালয়ের নিকট বর্গীডাঙ্গার কফি হাউস থেকে প্রকাশিত হল ‘ভাঙন’ পত্রিকার তৃতীয় ও চতুর্থ সংখ্যা। এদিন প্রফুল্ল পানি সম্পাদিত ‘ভাঙন’ পত্রিকার উদ্বোধন করেন গোপীবল্লভপুরের সূবর্নরেখা মহাবিদ্যালয়ের হেড ক্লার্ক সুজিত কুমার পানি। ‘ভাঙন’ পত্রিকার তৃতীয় ও চতুর্থ সংখ্যা এদিন প্রকাশ পায়। পত্রিকার সহ সম্পাদক প্রমিশ প্রতিম পাঞ্জা বলেন, এদিন আমরা আনুষ্ঠানিক ভাবে পত্রিকা দুটি প্রকাশ করতে পারিনি।
আগামী দিনে আমাদের প্রবিন কবিদের হাতে লেখা বিভিন্ন পত্রিকা আনুষ্ঠানিক ভাবেই প্রকাশ করবো। এই ‘ভাঙন’ পত্রিকার এটি তৃতীয় ও চতুর্থ সংখ্যা। এর মধ্যে আমাদের গ্রামের ভাষায় লেখা কবিতা পড়তে পারবেন। বিভিন্ন গ্রাম্য প্রবিন কবিদের লেখা কবিতা, প্রবন্ধ ও রয়েছে। পত্রিকা প্রকাশিত হওয়ার পর গোপীবল্লভপুরের এক স্থানিয় বাসিন্দা অনিমেষ সিংহ ফেসবুকে লেখেন ‘খুব সুন্দর বাঁধাই, কাগজ এবং কয়েকটি লেখা পড়ে মন ভরে গেল৷ সাধুবাদ জানাই সম্পাদক আমার ভাই বন্ধু প্রফুল্ল পানিকে। এবং প্রকাশক প্রমিশের অক্লান্ত শ্রমকে শ্রদ্ধা করা ছাড়া উপায় নেই।’