বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯ এর ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে নামেন তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।শুক্রবার ঢাকার শের ঈ বাংলা জাতীয় স্টেডিয়ামে তামিমের দূর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে কুমিল্লা দল মাত্র তিন উইকেট হারিয়ে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।বাংলাদেশের ড্যাশিং ওপেনার কুভিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র ৬১ বল খেলে ১৪১ রান করেন।সেন্চুরি করতে তিনি খেলেন পঞ্চাশটি বল।কার্যত ঢাকা ডাইনামাইটস এর বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেন তিনি।১০ টি চার ও ১১ টি ছক্কার দিয়ে সাজানো ছিল তামিমের টর্নেডো ইনিংস।তামিমের সৌজন্যে গড়া কুমিল্লার ১৯৯ রানের জবাবে ১৮২ রান করতে সক্ষম হয় সাকিবের ঢাকা।ফলে ১৭ রানের জয় তুলে নিয়ে দ্বিতীয় বারের মতো বিপিএলের ট্রফি ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।তামিম ইকবালই ম্যান অব দি ম্যাচ ঘোষিত হন।
বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ তামিম
শনিবার,০৯/০২/২০১৯
555
বাংলাএক্সপ্রেস---