ভাঙড়ের কেএলসি থানার অন্তর্গত ভোজেরহাট ফুটবল মাঠে দিনরাতের ফুটবল খেলাকে ঘিরে উৎসবের মেজাজ তৈরি হয়।সমাজসেবি ওহেদালি শেখের উদ্দোগে এবং খড়ম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বিগত কয়েক বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে।এদিন উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী,বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি,বিধায়ক সওকাত মোল্লা,প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম।এছাড়া কাইজার আহমেদ,ওহিদুল ইসলাম,মোমিনুল ইসলাম,কাশেফুল খরুব খাঁন প্রমুখ।প্রত্যেক ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারের পাশাপাশি সেরা দর্শক পুরস্কারেরও ব্যবস্থা করা হয়।উদ্দোক্তা ওহেদালি শেখ জানান,যুব সমাজকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং সম্পীতি বজায় রাখতে এই প্রতিযোগিতা আয়োজন করে থাকি।পাশাপাশি সারা বছর বস্ত্র বিতরণ,রক্তদান শিবির সহ নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লাগে।
ভোজেরহাটে দিনরাতের ফুটবল খেলাকে ঘিরে উৎসবের মেজাজ
শুক্রবার,০৮/০২/২০১৯
634
বাংলাএক্সপ্রেস---