ভেনেজুয়েলার নতুন আশা জুয়ান গায়দো


শুক্রবার,০৮/০২/২০১৯
1082

বাংলা এক্সপ্রেস---

জুয়ান গায়দো, যাঁকে ইউরোপিয়ান দেশগুলো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে মেনে নিয়েছেন, তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হুগো তেভেজ ও নিকোলাস মাদুরোর মতো কমিউনিস্ট নেতাদের শাসনে। তিনি এক জনসভায় চেঁচালেন, আমরা কী পারি ? জনতা গর্জনের সাথে ফিরিয়ে দিল, হ্যাঁ আমরা পারি। অর্থাৎ তিনি মাদুরোর শাসনের অবসানের কথা বলেছেন।তিনি জনসভায় শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে সওয়াল করেন। গায়দোর মধ্যে অনেকে বারাক ওবামাকে খুঁজে পান। তিনি জনগনের সাথে সম্পর্ক স্থাপনে অতুলনীয়।

ভেনেজুয়েলার ধ্বংসাত্মক অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ভেনেজুয়েলার মানুষ জুয়ান গায়দোর উপরই ভরসা রাখছেন। জুয়ান গায়দোর মা বলেছেন, ওবামা যখন প্রেসিডেন্ট হন আমরা তখন ওকে বলেছি তুই ও ঠিক ওবামার মত। তুই ও একদিন প্রেসিডেন্ট হবি। গায়দোর এক সহকারী বলেছেন, গায়দো কোন দিন ভাবতে পারেননি যে তিনি একদিন প্রেসিডেন্ট হবেন। এমনকি তিনি এটাও ভাবতে পারেননি যে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি আরো বলেন, অনেক বছর বাদে আমরা ওঁর মধ্যে দিয়ে একটা আশা খুঁজে পাচ্ছি।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট