বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা আন্ত-বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।বারুইপুর মহকুমা বিদ্যালয় ক্রিড়া পর্ষদের সহযোগিতায় এবং ভাঙড় আঞ্চলিক বিদ্যালয় ক্রিড়া পর্ষদের পরিচালনায় ভাঙ্গড় মহাবিদ্যালয় মাঠে দু দিন যাবৎ চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা।৮ টি ব্লকের ১৮০ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করছে এখানে।হাই জাম্প,লংজাম্প,রানসহ ৮২ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নিচ্ছে।বিদ্যালয় স্তর পেরিয়ে তারা মহকুমা স্তরে সুযোগ পায়।পরবর্তীতে প্রতিযোগিরা আন্ত-জেলা স্তরে খেলবে।ভাঙড় ১ এবং ২ ব্লক ছাড়া কুলতলি,জয়নগর প্রভৃতি ব্লক থেকে প্রতিযোগিরা আসে।
শুরু হল বারুইপুর আন্ত-বিদ্যালয় মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা
বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
789
বাংলাএক্সপ্রেস---