মুর্শিদাবাদঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতেও শুরু হল তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর কালেকটর মোড়ে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের সিবিআই সহ বিভিন্ন স্ব-শাসিত সংস্থার অপব্যাবহারের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, ভারতীয় সংবিধানকে বিকৃত করা এবং যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙ্গে চুরমার করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ।
তৃনমূল জেলা সভাপতি জানান যে আজ জেলাস্তরে অবস্থান বিক্ষোভ হল আগামী কাল মহকুমা ও ব্লকস্তরে হবে। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা, শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ জেলার অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা।