হাওড়া: আগামীকাল ৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতের কাজ শুরু হচ্ছে। মেরামতের কাজ করবে রাজ্য পূর্ত দফতর। কাজ চলবে চার দিন ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁতরাগাছি সেতুর আংশিক বন্ধ থাকবে। ওখান থেকে কোনও যান চলাচল করবে না।হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর,এই মেরামতের কাজের জন্য সাঁতরাগাছি সেতুর একদিকে ওই চারদিন সম্পূর্ণ রুপে বন্ধ থাকবে।
মেরামতের কাজ চলাকালীন হাল্কা গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার গাড়ি সেতুর উপর দিয়ে চলাচল করবে। কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফে তা নিয়ন্ত্রণ করা হবে। আন্দুল রোড,হাওড়া আমতা রোড সহ কয়েকটি রাস্তাকে ব্যবহার করা হবে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য। প্রসঙ্গত, সাঁতরাগাছি সেতু বন্ধ থাকার জন্য, কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরীর আশঙ্কা রয়েছে।বছরখানেক আগেও সাঁতরাগাছি সেতু মেরামতের কাজ হয়েছিল।
সেই সময়েও যানজটের সৃষ্টি হয়েছিল। এবারেও মেরামতের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর জেরে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে।তবে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে হাওড়া সিটি পুলিশের তরফে আশ্বাস মিলেছে।