পড়ুয়াদের চুলের ফ্যাশনে দাঁড়ি টানতে নয়া কীর্তী


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
1447

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ক্লাসে ঢুকে ছাত্রদের মাথার চেহারা দেখে ভিরমি খাচ্ছেন শিক্ষকরা। একাধিকবার ছাত্র এবং অভিভাবকদের বারণ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। বাহারি চুলের কারণে নিত্য শাস্তির মুখে পড়েছে ছাত্ররা। কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি।  হাল ফ্যাসানের যুগে নিত্য নতুন হেয়ার স্টাইল করছে নিয়মিত ছাত্ররা।  বকা ঝকা সত্বেও ছবিটা বদলায়নি। তবে এবার ঘটল এক নতুন ঘটনা।  নিউটাউনের হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের তরফ থেকে সমস্যার কথা জানিয়ে সেলুনের কর্মীদের কাছে অনুরোধ করেছেন, দৃষ্টিকটু চুলের কাটিং না করতে। এলাকার পাঁচটি সেলুনে তা পাঠানো হয়েছে। বিদ্যালয়ের এই ভূমিকায় খুশি অভিভাবকরাও। এর ফলে ছোটদের চুলের কাটিং নিয়ে সমস্যা মিটবে বলেই মনে করছেন তাঁরা।আজকের প্রজন্মের পড়ুয়াদের মধ্যে রুচিবোধ ফিরিয়ে আনতে স্কুলের এই অভিনব উদ্যোগ আলোড়ন ফেলেছে সর্বত্র।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট