নিজস্ব প্রতিবেদন ঃ পাতা ঝরার মর্মর শব্দ আর রুক্ষ শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। আজ থেকেই শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ। বছরের নানা সময়ে নানা ভাবে ঘটে যাওয়া ঘটনা গুলোর প্রেমের মরসুমে মিলেমিশে একাকার করে দেওয়ার এক প্রেমের সপ্তাহের শুরু। ভালোবাসার এই প্রতীকটির দিবস আনুষ্ঠানিকভাবে প্রথম নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। ৫০তম বিবাহবার্ষিকীতে আলেকজান্দ্রা লন্ডনে এলে লন্ডনের অধিবাসীরা তাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান। বর্তমানে প্রেমিক প্রেমিকারা সাড়া বছর ধরে অপেক্ষা করে থাকেন এই সপ্তাহের জন্যে।
ভালোবাসার প্রতীকই যে লাল গোলাপ।
বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
991
বাংলা এক্সপ্রেস---