বাতাসে বহিছে প্রেম


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
924

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ বাতাসে বহিছে প্রেম. নয়নে লাগিল নেশা. কারা যে ডাকিল পিছে. বসন্ত এসে গেছে. । প্রতি বছরের মতোই ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন সপ্তাহ উদ্‌যাপন।এদেশেও গত দু’দশক ধরে এই সপ্তাহটি পালন বেশ জনপ্রিয় নতুন প্রজন্মের কাছে।লাল গোলাপকে প্রেমের প্রতীক হিসাবে ধরা হয় । বহু প্রজন্ম ধরে ভালবাসার প্রতীক হিসেবে মিশে গিয়েছে লাল গোলাপ। প্রিয় মানুষের কাছে লাল গোলাপ পৌঁছে দিতে ব্যস্ত সকলে। বাজারে তাই গোলাপের দাম আকাশছোঁয়া। সব মিলিয়ে শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট