তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম দুটিতে জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।এর ফলে টানা ১১ টা সিরিজে অপরাজিত থাকার পর টি২০ সিরিজ খোয়াতে হয় পাকিস্থানের।২০১৬ সালের পর ২০১৯ দীর্ঘ সময় বাদে কুড়ি-বিশের সিরিজ হারের স্বাদ পেতে হয় শোয়েব মালিক, বাবর আজম, সাহদাব খানদের।তবে এখনও অবধি আইসিসির টি২০ ক্রমতালিকায় প্রথম জায়গাটি দখলে রেখেছে পাকিস্থান দলটি।সেঞ্চুরিয়ানে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া দলপতি।পাকবাহিনী ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান করে।আজকে ম্যাচে হেরে গেলে লজ্জার হোয়াইওয়াশের মুখোমুখি হতে হবে পাকিস্থানেকে।
সিরিজের শেষ টি২০ ম্যাচে প্রোটিয়াদের সামনে ১৬৮ রানের টার্গেট দিল পাকিস্থান
বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
601
বাংলাএক্সপ্রেস---