চিলির মরুভুমি পৃথিবীর মধ্যে সবথেকে শুষ্ক। এখানে যতদূর চোখ যায় শুধুই বালি দেখতে পাওয়া যায়। ফলে এই মরুভূমিতে কোন পর্যটক ভ্রমণ করতে আসলে প্রথমে ক্লান্ত হবেন এবং পরে বিচলিত হয়ে পড়বেন। কারন যতদূর চোখ যাবে ততদূর শুধু বালি আর বালি। কিন্তু এখানে দূর থেকে একটা অদ্ভূত জিনিস লক্ষ্য করা যায়, ধূসর মরুভূমির মধ্যে একটা দৈত্য যেন ডুবে গিয়েছে এবং সে বাঁচার জন্য হাত বার করে কারও কাছ থেকে সাহায্য চাইছে।
যদিও কাছে গেলে দেখা যাবে এটা একটা ‘মরুভূমির হাত’। এটি সত্যি চিলির মরুভূমিতে গেলে দেখতে পাওয়া যাবে ‘মরুভূমির হাত’। এটি ১৯৯২ সালে সিমেন্ট এবং রড দিয়ে তৈরী করা হয়েছিল। হাতটির উচ্চতা ৩৬ ফুট। এটি তৈরী হওয়ার কারণ সবার কাছে অজানা। কেউ কেউ মনে করেন হাতটি বোঝাতে চায় মানুষের প্রকৃতি নম্র হওয়া উচিত। আবার কিছু মানুষ বিশ্বাস করেন হাতটি হল বৈষম্য গুলোর বিরুদ্ধে লড়াই করার প্রতীক।