বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে মেয়েরা, অপুষ্টি বাচ্চাদের জন্য মিষ্টি লাড্ডু বিতরণ, আশার আলো দেখাচ্ছে স্ব সহায়ক দল

পশ্চিম মেদিনীপুর: দিন দিন বাড়ছে রাজ্যে অপুষ্টি বাচ্চাদের সংখ্যা। তাই পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ পৌষ্টিক লাড্ডু সরবরাহ। অপুষ্টিতে ভোগা অঙ্গনওয়াড়ি ছাত্র-ছাত্রীদের পৌষ্টিক লাড্ডু বিতরণ করা হলো নারায়ণগড় ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ব্লকের স্ব সহায়ক দল পরিণীতা সংঘ দায়িত্বের সঙ্গে এই কাজটি করছেন। ছোলা, বাদাম, এলাচ এবং চিনি গুঁড়ো মিশিয়ে তৈরি পৌষ্টিক পাউডার। কাঁচামাল পরিবহন থেকে সমস্ত কিছু পরিচালিত হয় সিডিপিওর দপ্তর থেকে। এই পৌষ্টিক লাড্ডু নারায়ণগড় ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ১০টি ব্লকে সরবরাহ করে পরিণীতা সংঘের মেয়েরা।

প্রসঙ্গত নারায়ণগড় ব্লকে পৌষ্টিক লাড্ডু সরবরাহের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক জেলার দশটি ব্লকে এই পৌষ্টিক লাড্ডু সরবরাহের দায়িত্ব দেন পরিনীতা সংঘকে। পরিণীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা জানিয়েছেন-“নারায়ণগড় ব্লকের পাশাপাশি মোহনপুর, দাঁতন, কেশিয়াড়ি ব্লকে লাড্ডু সরবরাহ করতো পরিণীতা সংঘের মেয়েরা। তারপর থেকে বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার দশটি ব্লকের সরবরাহ করা হচ্ছে এই পৌষ্টিক লাড্ডু। মূলত অপুষ্টিতে যাতে না ভোগে অঙ্গনওয়াড়ি ছাত্র ছাত্রীরা সেই উদ্দেশ্যে এই লাড্ডুর পরিবেশন।

পরিণীতা সংঘের ৫ জন মেয়ে মূলত এই কাজ করেন। নারায়ণগড় সুসংহত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী জানিয়েছেন-” মূলত অপুষ্টি বাচ্চাদের এই লাড্ডু পরিবেশন করা হয় সিডিপিও দপ্তর থেকে। আমাদের কেন্দ্রে মোট ৩ জন অপুষ্টিতে ভোগা বাচ্চাদের এই লাড্ডু পরিবেশন করা হয়।” মিষ্টি জাতীয় এই পৌষ্টিক লাড্ডু পেয়ে খুশি বাচ্চারা। অঙ্গনওয়াড়ি কর্মীর ছাত্র সায়ন বাড়ি জানিয়েছে-“স্কুল থেকে এই মিষ্টি দিয়েছে। খুব মিষ্টি এই লাড্ডু টা। আমার খেতে খুব ভালো লাগে ।” রাজ্যে দিন দিন বাড়তে থাকা অপুষ্টি বাচ্চাদের সংখ্যা চিন্তায় ফেলেছে সরকারকে।

তাই পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ পৌষ্টিক লাড্ডু সরবরাহ। নারায়নগড় ব্লক সিডিপিও কুন্তল দত্ত জানিয়েছেন-“নারায়ণগড় ব্লকের পাশাপাশি মোহনপুর, দাঁতন, কেশিয়াড়ী ব্লক এ পৌষ্টিক লাড্ডু সরবরাহ করে পরিণীতা সংঘ। নারায়ণগড় ব্লকের মোট 80 জন ছাত্র-ছাত্রী এই অপুষ্টির শিকার। তাদের প্রায় 92 গ্রাম ওজনের এই পৌষ্টিক লাড্ডু খেতে দেওয়া হয় প্রতিদিন। কাঁচামাল এবং তাদের প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয় দপ্তর থেকে।” কেন্দ্রের চাহিদা মত এই পৌষ্টিক লাড্ডু ৩০০,৫০০,১ কিলো এবং ২ কিলোর মত প্যাকেট করে সরবরাহ করা হয়।

নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র জানিয়েছেন-“নারায়ণগড় ব্লক সহ পাশের ব্লকগুলিতে পৌষ্টিক লাড্ডু সরবরাহ করছে পরিণীতা সংঘ নামক স্ব সহায়ক দল।নারায়ণগড় ব্লকের সহায়ক দলের মেয়েরা মাশরুম প্রশিক্ষণ জুট প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে। তারপর পৌষ্টিক লাড্ডুর প্রশিক্ষণ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌষ্টিক লাড্ডু সরবরাহ করছে।” অপুষ্টিতে ভোগা ছাত্র-ছাত্রীদের জন্য এই বিকল্প সময় উপযোগী সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন বিশিষ্টজনেরা।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

5 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

5 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

5 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago