দিদির লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম না করা পর্যন্ত দম ফেলব না : শিবরাজ সিং চৌহান


বুধবার,০৬/০২/২০১৯
540

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৈরি হয়ে ওঠা বিরোধী জোট এর পক্ষ থেকে যতই রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হোক না কেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তথা বিরোধী জোটকে ছুঁড়ে ফেলে দেবে সাধারন মানুষ এমনটাই দাবি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা শিবরাজ সিং চৌহান এর। বুধবার দুপুরে মেদিনীপুর শহরের উপকণ্ঠে মাতকাতপুরে নির্বাচনের প্রাক্কালে দলীয় সভায় যোগ দিতে এসে বিজেপির এই হেভিওয়েট নেতা হেলিকপ্টার বিতর্ক ফের উস্কে দিলেন।

সিবিআই রাজ্য সংঘাত কার্যত নাটক এমনটাই দাবি করলেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন।তিনি বলেন তৃণমূলের গুণ্ডাদের দেখে নেবে ভারতীয় জনতা পার্টি৷২০১৯-এই মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হবেন মোদীজির জনপ্রিয়তা দেখে বিভিন্ন দলের প্রতিনিধিরা একজায়গায় এসে দাঁড়িয়েছে৷ চৌকিদার এদেরকে ছাড়বে না দেখে সকলে এক জায়গায় এসে বলছে মোদী হঠাও৷

মমতাজি মহাগঠবন্ধন করেছেন এখানে৷ কিন্তু তাদের সেনার সেনাপতি কে?তৃণমূল সরকারকে উপড়ে ফেলার সঙ্কল্প নিতে হবেবিজেপি কর্মীদের আত্মত্যাগ বিপলে যাবেনা৷ রাত মমতাদির, কিন্তু সকালটা আমাদেরই হবে৷ এক পুলিশ অফিসারকে বাঁচাতে ধর্নায় মমতাদিদি৷ কেন পুলিস কমিসনারকে বাঁচাতে চাইচেন দিনি, সকলে জানতে চাইছে৷দিদির চোখের ঘুম উড়ে গিয়েছে৷ পুলিশ কমিশনারের জন্য ধর্না মুখ্যমন্ত্রী৷

এরকম কেউ কখনও শুনেছে? সভা রুখে দিচ্ছে মমতাদিদি৷ হেলিকপ্টার আটকে দিলেন আমরা গাড়িতে চলে এলাম৷ দিদির লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম না করা পর্যন্ত দম ফেলব না৷ সভাতে মূল বক্তব্য রাখবেন সর্বভারতীয় সহ-সভাপতি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহান। এছাড়াও সেই সভায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি ও খড়গপুর বিধানসভা বিধায়ক মাননীয় দিলীপ ঘোষ, জয় ব্যানার্জি,পশ্চিম মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ মহাশয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট