নিজস্ব প্রতিবেদন ঃ বয়স শুধু মাত্র একটি সংখ্যা এই কথা বহুবার প্রমান করেছেন এই তারকা ফুটবলার।গতকাল ছিল তাঁর জন্মদিন।মঙ্গলবার ৩৪ বছরে পা দিলেন তিনি।তিনি এদিন বলেন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি বলেই তুরিনে এসেছি। মাঠে বহুবার সমালোচকদের জবাব দিয়েছেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ড।তবে জন্মদিনে তাঁর অন্যতম স্বপ্ন চ্যাম্পিয়নস লীগ জেতার।
বয়স শুধুই একটা সংখ্যা
বুধবার,০৬/০২/২০১৯
836
বাংলা এক্সপ্রেস---