নিজস্ব প্রতিবেদন ঃ ভারতীয় দলে তাঁর অবদান কখনো ভোলবার নয়। কঠিন সময়ে ম্যাচ বের করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছেন বহুবার। বিদ্যুৎ গতিতে বল ধরে তা ঠেকিয়ে দেন উইকেটে। এমন কীর্তির একমাত্র মালিক মহেন্দ্র সিং ধোনি। একথা এবার নির্দ্বিধায় জানিয়ে দিল আইসিসিও। ধোনির প্রশংসায় অভিনব টুইট করে আইসিসি। বলে, উইকেটের পিছনে এমএস ধোনি থাকলে ক্রিজ থেকে কখনও বেরনো উচিত নয়। এই টুইটে মুগ্ধ ধোনি ভক্তরা। আইসিসি-র মতো ধোনির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরাও। ২২গজে উইকেটের পিছনে দাঁড়িয়ে বহুবার চোখের নিমেষে স্টাম্প করে আউট করেছেন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অন্যরকমভাবে ক্যাপ্টেন কুলের প্রশংসা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যা মন জয় করেছে নেটিজেনদের।
ধোনির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরাও
মঙ্গলবার,০৫/০২/২০১৯
691
বাংলা এক্সপ্রেস---