ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে স্লো ওভার রেটিংয়ের কারনে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল টেস্ট ম্যাচে সাসপেন্ড করা হল। ক্রাইগ ব্র্যাথওয়েট হোল্ডারের জায়গায় অধিনায়কের দায়িত্ব নেবেন। ক্রাইগ ব্র্যাথওয়েট এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচেও হোল্ডারকে স্লো ওভার রেটিংয়ের কারনে সাসপেন্ড করা হয়। হোল্ডারের অধিনায়কের অধীনেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্মেন্স করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয় ব্র্যাথওয়েটের অধিনায়কত্বেও ওয়েস্ট ইন্ডিজ একই ধারাবাহিকতা নিয়ে খেলতে পারে কিনা।
স্লো ওভার রেটিংয়ের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সাসপেন্ড জেসন হোল্ডার
মঙ্গলবার,০৫/০২/২০১৯
669
বাংলা এক্সপ্রেস---