পশ্চিম মেদিনীপুর: সোমবার ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এইদিনে দাঁতন মানব কল্যান কেন্দ্রের পরিচালনায় প্রায় ১৩৩ জন প্রতিবন্ধীদের হাতে ট্রাইসাইকেল ও বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর সাতে বিশেষ যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল বিতরণীতে বিশেষ ভাবে সহযোগিতা করে রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা ও সর্বোপরি দাঁতন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর।
উপস্থিত ছিলেন দাঁতন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, মানব কল্যান কেন্দ্রের সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ। শতাধিক প্রতিবন্ধীর মধ্যে বিশেষ ভাবে অক্ষম বেশ কয়েকজন শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নাচ, গান পরিবেশন করে উপস্থিত প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। সার্বিক মঙ্গল কামনা করে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের আস্বাস দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।