শ্রীলঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রথম টেস্টে সিরিজ জয় পেইন-ল্যাঙ্গার জুটির


সোমবার,০৪/০২/২০১৯
649

বাংলা এক্সপ্রেস---

কয়েকদিন আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার খেলা দেখে বোধ হয় অতি বড়ো অস্ট্রেলিয়ার সমর্থকও ভাবতে পারেনি যে এই টিমটা বিপক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে সম্পূর্ণ রূপে পরাস্ত করল অস্ট্রেলিয়া এবং এর সঙ্গে সমালোচকদের জবাব দিল অস্ট্রেলিয়া। কেউ কেউ হয়ত ভাববেন টিমটা তো শ্রীলঙ্কা। সেটা ঠিক, কিন্তু ভারতের বিরুদ্ধে শেষ দুটো টেস্টে যেভাবে পারফর্ম করেছিল অস্ট্রেলিয়া, সেটা দেখে সকলেরই মনে হয়েছিল এই দলটি বাংলাদেশের বিরুদ্ধেও জিততে পারবে না। কিন্তু সমালোকচকদের মন্তব্যকে নস্যাৎ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ফিরল অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে জো বার্নস, ট্রেভার্স হেড ও প্যাটার্সনের শতরানের দাপটে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৫৩৪ রান করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ২১৫ রান করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে উসমান খাওয়াজার শতরানের সুবাদে তিন উইকেট হারিয়ে ১৯৬ রান করে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ৫১৬ রানের এক বিশাল লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ১৪৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় টেস্ট টি ৩৬৬ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে ২-০ তে টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট