কান্দিতে লরির ধাক্কায় মৃত্যু এক মহিলার


সোমবার,০৪/০২/২০১৯
559

বাংলা এক্সপ্রেস---

কান্দীঃ কান্দিতে লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম তোহরাব বিবি(৪৫)। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ন মথুরামোড় এলাকায়। এদিন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতার বাড়ি কান্দী থানার গোকর্ণ এলাকার আমিত্যা গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন সোমবার আমিত্যা গ্রাম থেকে তোহরাব বিবি চিকিৎসা করানোর জন্য বহরমপুর যাচ্ছিলেন মোটর বাইকে চেপে। বহরমপুর যাওয়ার সময় কান্দি বহরমপুর রাজ্য সড়ক উপর মথুরা মোড়ে একটি  লরি পিছন থেকে এসে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তোহরাব বিবির। ঘটনায় ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট