ইংল্যান্ডের মাটিতে ভারতকে ৪-১ এ হারিয়েছে ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কাতে গিয়ে ২-০ তে টেস্ট সিরিজ জিতে ঘরে ফেরে ইংল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মত দেশের বিরুদ্ধে ইংল্যান্ড যে ভাবে খেলল, সেটা সমস্ত ক্রিকেট প্রেমিদেরকে অবাক করেছে। প্রথম টেস্টকেই অনুসরণ করে দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের কাছে গো হারা হারল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ১৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩০৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কাছে কাছে প্রথম ইনিংসের ১১৯ রানের লিড থাকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মাত্র ১৩২ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১৪ রান দরকার ছিল দ্বিতীয় টেস্ট জেতার জন্য। জেতার জন্য প্রয়োজনীয় রান সংখ্যা তারা বিনা উইকেটেই তুলে নেয়।