চুয়াডাঙ্গা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া


শুক্রবার,০১/০২/২০১৯
517

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: শুক্রবার শেষ হলো মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ৩ দিনের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার। চুয়াডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। প্রতিযোগিতা শুরুর আগে একটি বর্ণাঢ্য মশাল মিছিল বিদ্যালয় সংলগ্ন এলাকা‌ পরিক্রমা করে। পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

শপথ বাক্য পাঠ করান বর্ষীয়ান শিক্ষক তথা প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় স্বপন কুমার সাহা। শ্রেনী ভিত্তিক ৫ টি বিভাগে বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগী অংশগ্রহণ করে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। রার্নি, জাম্পিং,থ্রোয়িং এর চিরাচরিত ইভেন্ট গুলোর পাশাপাশি ছিল স্কীপিং,মোরগ লড়াই, মিউজিক‍্যাল বল, শ্লো সাইকেল রেসের মতো আকর্ষণীয় ইভেন্ট গুলি।

প্রতিযোগিতার বিভিন্ন দিনে প্রতিযোগীদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সভাপতি গণি ইসমাইল মল্লিক, পাঁচখুরি ৬/২ গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিদ গায়েন, পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান,ফকির আলী খাঁন প্রমুখ। অন‍্যান‍্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় বিভিন্ন ইভেন্ট গুলি তিন ক্রীড়া শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, অভিজিৎ ব‍্যানার্জী,ফরমান আলী জমাদারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট