প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্ট ম্যাচেও চাপে ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ৯৩ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। এই সময় পরিত্রাতার ভূমিকা পালন করে ফক্স এবং মঈন আলি। দুজনে মিলে ৮৫ রানের এক গুরুত্বপূর্ন পার্টনারশিপ গড়ে তোলেন। ইংল্যান্ড দলের রান সংখ্যা যখন ১৭৮ তখন মঈন আলি আউট হন। আলির আউট হওয়ার পরেই পুনরায় ব্যাটিং ধস নামে ইংল্যান্ডের। ১৮৭ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ করে ওয়েস্টইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেও ভাল খেলতে থাকে ওয়েস্টইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েট ও জন ক্যাম্বেলের ওপেনিং জুটি প্রথম উইকেটের জন্য ৭০ রানের পার্টনারশীপ গড়ে তোলে। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ওয়েস্টইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে আর মাত্র ৬১ রানে পিছিয়ে আছে ওয়েস্টইন্ডিজ।