শ্রীচৈতন্যদেব তার কীর্তন- এর মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিয়েছিলেন সর্বত্র। সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে দিয়েছিলেন জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে তৎকালীন বাংলার সমাজ কে বিভাজন এর হাত থেকে রক্ষা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, বললেন মিজোরামের রাজ্যপাল কুমান্নাম রাজশেখরম।
গত 28 শে জানুয়ারি থেকে বাগবাজারের বাগবাজার সার্বজনীন দূর্গা উৎসব ময়দানে শুরু হয়েছে শ্রী চৈতন্য জন্মোৎসব ও চৈতন্য মেলা। সেখানেই বুধবার ভারতীয় সাহিত্য এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিষয়ে বক্তব্য রাখেন মিজোরামের রাজ্যপাল। তিনি বলেন, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের দেখানো পথ নতুন প্রজন্মকে দিশা দেখিয়ে চলেছে।