বারাসত : নেতাজী সুভাষচন্দ্র বসুর 123 তম জন্মদিবস উপলক্ষে নেতাজী জন্মোৎসব কমিটির উদ্যোগে সুভাষ ময়দানে চলছে 31 তম সুভাষ মেলা। মধ্যমগ্রাম জনকল্যাণ ময়দান চিত্ত বসু মঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সুভাষ মেলার সূচনা হয় গত 23 জানুয়ারি, বুধবার।
নেতাজী জন্মোৎসব কমিটির পক্ষে শ্রী স্বপন বসু জানান, দেশজুড়ে চলা ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে নেতাজী সুভাষচন্দ্র বসুর মহান অসাম্প্রদায়িক আদর্শকে তুলে ধরা ও যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এবারের এই সুভাষ মেলার আয়োজন।
সুভাষ মেলায় প্রতিদিন সন্ধ্যায় নেতাজী সুভাষচন্দ্র বিষয়ক আলোচনা সভা, ম্যাজিক শো, আবৃত্তি, নাচ-গান, নাটক প্রভৃতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চলছে নানান সামগ্রীর বেচাকেনা। মেলা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত।