ঝাড়গ্রাম: বালি ট্রাক চলাচলের জন্য অরায় ২ঘন্টা পথ অবরোধ করল গ্রামবাসী। গোপীবল্লভপুরের বেলিয়াবাড়া ব্লকের তপশিয়া অঞ্চলের বালিয়া গ্রামে বিকেল ৩টা নাগাদ অবরোধ করল গ্রামবাসী। সকাল থেকে রাত পর্যন্তই বালি ট্রাক চলাচল করে রান্টুয়া বালিয়া সড়কে। জ্যামে সাধারণ মানুষকে পড়তে হয় হায়রানির কবলে। গ্রামবাসীরা জানান সকাল থেকে সারা রাত চলে বালি ট্রাক।
রাস্তায় জল ভর্তি প্রায় সবসময়ই ছেলে মেয়েরা স্কুল, টিউসান, কলেজ যাতায়াত করে এই রাস্তা দিয়েই। স্থানীয় বাসিন্দা অনিল বাগ জানান, আজ বিকেল ৩টা নাগাদ বালিট্রাক যাচ্ছিল রাস্তার উপর একটি বাচ্চা বালিট্রাক এর সামনে চলে আসে ওকে বাঁচাতে গিয়ে আমার হাত পা ছুলে যায়। তা সত্তেও বালি ট্রাক টি দাঁড়ায় নি। এবং গত ২দিন আগে এই একই জায়গা তেই একটি একজনের বাড়ির বাইরে থাকা ইঁটের গাদা ভেঙে দেইয়েছিল। আমরা না গাড়ি চালাতে বারন করলেও কতৃপক্ষ কিছুই শুনেনি। এর জন্যেই আমরা এই অবরোধ করেছি।
WOW Skin Science Brightening Vitamin C & Niacinamide Face Wash | For Brighter Glow | Paraben & Sulphates Free | Face Wash for Women & Men | 25 ml
₹99.00 (as of বুধবার,০২/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)Ghar Soaps Sandalwood & Saffron Magic Soaps For Bath (300 Gms Pack Of 3) | Paraben Free | Chandan & Kesar Bath Soap | Handmade Soaps For Glowing | Skin Brightening Soap For Men & Women
Now retrieving the price.
(as of বুধবার,০২/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)