তৃণমূল ও সি.পি.এম ছেড়ে বিজেপি তে যোগদান ৭০ জন কর্মীর


বৃহস্পতিবার,৩১/০১/২০১৯
613

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রামঃ আজ বুধবার সকালে গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটে ২নং অঞ্চলের নোটা তে বিজেপি পরিচালিত এক সভায় অঞ্চলের দলীয় নেতা তাপস সুই এর নেতৃত্বে তৃণমূল ও সি.পি.এম ছেড়ে বিজেপি তে যোগদান করলেন ৭০ জন কর্মী। সদ্য বিজেপিতে যোগদানকারী দের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সুখময় সতপতী, যুব মোর্চার জেলা সভাপতি অনুরন সেনাপতি, শিলদা মন্ডলের সভাপতি রজত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। এবার ২০১৯ এর লোকসভা ভোট। কার্যত আসন্ন লোকসভা ভোট কে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব বৃন্দ। নিজেদের সংগঠন কে শক্তিশালী ও মজবুত করতে নেওয়া হয়েছে নানান কৌশল। এদিনের যোগদানই তার অঙ্গ। এদিন গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা ২নং অঞ্চলের নোটা গ্রামে সি.পি.এম নেতা ও তৃণমূলের নেতা সহ আরও ৭০জন কর্মী বিজেপি তে যোগদান করেন। এদিনের সভায় জেলা সভাপতি সুখময় সতপতি জানান, আজ নোটা তে ৭০ জন কর্মী সমর্থক বিজেপি তে যোগদান করেছেন। আগামী তে আরও অনেকে যোগদান করবেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট