কলকাতা: দু’হাজার টাকা বেতনে ইন্টার্ণ শিক্ষক নিয়োগের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার রাজ্য জুড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন ডি ওয়াই এফ আই ও এস এফ আই – এর সদস্যরা। কলকাতার রাজাবাজার ও বেহালাতে বাম ছাত্রযুবদের এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। এদিন শিক্ষা ক্ষেত্রে ইন্টার্ণ বাতিলের দাবিতে বেহালা চৌরাস্তায় অবরোধ শুরু হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের।
পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিতে বলা হলেও আন্দোলকারীরা সিদ্ধান্তে অনড় থাকলে গ্রেফতার করা হয় আন্দোলনকারীদের। অবশ্য রাজাবাজারে মিনিট ১৫ অবরোধ করার পর অবরোধ তুলে নেয় তারা। ডিওয়াইএফআই নেতা সায়নদীপ মিত্র অভিযোগ করে বলেন, শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করতেই সিভিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবেন বলে জানান সায়নদীপ। আন্দোলন ভাঙতে জেলায় জেলায় তাদের ছাত্রযুবদের ওপর পুলিশ ও তৃণমূল যৌথভাবে আক্রমন চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন সিপিএমের যুব নেতারা।