হাতির তাণ্ডবে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুর অবশেষে ক্ষতিপূরণের ফ্রম


মঙ্গলবার,২৯/০১/২০১৯
534

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : হাতির তাণ্ডবে অতিষ্ঠ চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ধামকুড়া, অযোধ্যা, নতুনহাট সহ বেশ কয়েকটি গ্রামের গ্রামবাসীরা। একদিকে ক্ষতি হচ্ছে মাঠের আলুর অন্যদিকে নষ্ট হচ্ছে সবজি। অথচ মিলছে না সেভাবে ক্ষতিপূরণ। অবশেষে ক্ষতিপূরণের ফ্রম প্রশাসনের তরফ থেকে তুলে দেয়া হলো চাষীদের হাতে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল দুই দলছুট হাতি,এবার গোদের উপর বিষফোঁড়া বাকি দাঁতালের দল।

রবিবার রাতেই চন্দ্রকোনা টাউন থানার এই গ্রামগুলিতে ঢুকে পড়ে ৩০ থেকে ৪০ টি হাতির একটি দল । চন্দ্রকোনা টাউন থানার ২ নম্বর ব্লকের বেশকিছু গ্রামে ইতিমধ্যেই কয়েকশো হেক্টর আলু নষ্ট করেছে হাতির পালটি। যদিও বনদপ্তর এর দাবি হাতির পালটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া ও খুব তাড়াতাড়ি শুরু হবে বলেও জানাচ্ছে বনদপ্তর। সেইমতো সোমবার থেকে চালু হল ফ্রম বিলির কাজ। হাতের দাপট থেকে বাঁচতে আর ঠিক কতদিন সময় লাগবে সেটাই এখন বড় প্রশ্ন॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট