ইসলামপুরে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার ইসলামপুর পুরসভা এলাকার সতীপুকুর মহাশশ্মানে বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দেওয়া সাড়ে পাঁচ কোটি অর্থ ব্যয় করে এই চুল্লি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বায়ু দূষণ রোধে এই চুল্লি বিশেষ ভুমিকা পালন করবে বলে দাবী কর্তৃপক্ষের। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কয়েক কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি সেতু ও রাস্তা নির্মাণের কাজ চলছে। খুব শীঘ্রই সেইসব কাজ শেষ হয়ে যাবে। উপকৃত হবেন সাধারণ মানুষ। ইসলামপুরে আজ সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করা হল।