নিজস্ব প্রতিবেদনঃ সজী ও চকচকে ত্বক কে না চায়। মুখে থাকা সব দূষণ ও নোংরা মুছে দিতে পারে নারকেল তেল। এটি ত্বকের স্বাভাবিক ময়শ্চারকে ধরে রাখে। এবং কার্যকারিতার দিক থেকে দামি প্রোডাক্টকে পিছনে ফেলে দিতে পারে। এটি স্যাচুরেটেড ফ্যাট থেকে তৈরি করা হয়। এতে প্রচুর ভিটামিন ই থাকে।যাদের অয়েলি স্কিন টাইপ তাদের নাকের দু’পাশটা বেশি তৈলাক্ত হয়। ময়দা, ওট। হলুদ, লেবুর খোসার পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে মাখলে উপকার পাবেন। এছাড়া প্রতিদিন ঘুমানোর আগে ত্বক এর যত্ন নিন। অনেকসময় অফিসের কাজের চাপে স্ট্রেস বাড়ে, ফলস্বরুপ তাঁর ছাপ মুখে পড়ে, তাই তাঁর জন্য প্রয়োজন পর্জাপ্ত ঘুমের প্রয়োজন। সজীব ও চকচকে করে তুলতে মেনে চলুন এই টিপস।
সজীব চকচকে ত্বক কে না চায়!
সোমবার,২৮/০১/২০১৯
9387
বাংলা এক্সপ্রেস---