নিজস্ব প্রতিবেদন ঃ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না। সাড়া দেশ জুড়ে তাকে নিয়ে দানা বেঁধেছিল নানান জল্পনা। তার পরও মাঠে ফিরে নিজেকে প্রমাণ করা। কাজটা সহজ ছিল না। কিন্তু সেটাই করে দেখালেন হার্দিক পাণ্ড্য। কিন্তু আবার ২২ গজে তিনি নিজেকে প্রমান করলেন। তৃতীয় ওডিআই-এ প্রথম দলে ফিরলেন হার্দিক পাণ্ড্যে। বলা যেতে পারে তাকে নিয়ে যে বিতর্ক চলছিল সেইসব কিছু থেকে নিজেকে বের করে এনে আবার নিজেকে প্রমান করলেন এই তারকা ক্রিকেটার। এক সময় তাঁর বিরুদ্ধে চারিদিক থেকে ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়। স্বাভাবিক ভাবে তাঁর শাস্তির কথা শুনে ভেঙে পড়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু নির্বাসন উঠে যাওয়ার পর তাঁর দুরন্ত প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। শুধু তাই নয় আজকের ম্যাচে তিনি তুলেনিলেন দুটি উইকেট। সব বিতর্ক দূরে ঠেলে আবার নিজেকে প্রমান করা সহজ ছিল না । আবার ২২ গজে নিজেকে প্রমান করলেন এই তরুন তারকা ক্রিকেটার।
এভাবেও ফিরে আসা যায়!
সোমবার,২৮/০১/২০১৯
702
বাংলা এক্সপ্রেস---