নিজস্ব প্রতিবেদন ঃ আবার দলে ফিরলেন এই তারকা ক্রিকেটার। আজকের ম্যাচে তাকে পেয়ে উচ্ছসিত টিম ইন্ডিয়া। কিছুদিন আগে হার্দিক কে নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। তবে আজকের ম্যাচে তাকে আবার পুরানো মেজাজে দেখা যায়। হার্দিকের ফেরার দিনে চোট পেয়ে ছিটকে গেলেন এমএস ধোনি। নির্বাসন ওঠার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যেকে। দলে সুযোগ পেয়ে আবার নিজেকে প্রমান করলেন তিনি। বিরাট কোহলি বলেন স্বভাবতই তাঁকে দলে ফেরৎ পেয়ে খুশি তিনি। ম্যাচ শুরুর আগে বলেন, ‘‘ও দলে ফেরায় ভাল লাগছে।”
তৃতীয় ওডিআই-এ প্রথম দলে ফিরলেন হার্দিক পাণ্ড্যে
সোমবার,২৮/০১/২০১৯
691
বাংলা এক্সপ্রেস---