প্রমান সাইজের চন্দ্রবোড়া সাপ উদ্ধার


সোমবার,২৮/০১/২০১৯
622

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সুত্র মারফত খবর পেয়ে বেলদা বনদপ্তরের অধিন ছোটমাতকতপুর এলাকায় গান্ধী আবাসিক আশ্রম থেকে জালে জড়ানো থাকা একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বেলদা বনদপ্তর।সোমবার দুপুরে বেলদা বনদপ্তরে খবর গেলে বনদপ্তরের আধিকারিকেরা প্রায় তিন ফুট লম্বা প্রায় দুই কিলো ওজনের একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে।আবাসিক আশ্রমের কাছে জালে জড়িয়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেওয়া হয়।উদ্ধার হওয়া ওই সাপ টিকে অবজারভেশনে পাঠানো হবে বলে বনদপ্তর সুত্রে খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট