রেজিনগরঃ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত আরও তিন। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে রেজিনগর থানার মরাদিঘী মোড় ৩৪নং জাতীয় সড়কের উপরে। এদিন রাত্রে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকার মরাদিঘী মোড়ে ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ট্রাক চালকের। ঘটনায় আহত আরও তিনজন। মৃত ট্রাক চালকের নাম বিশ্বজিৎ সাতরা(২৯)। মৃতার বাড়ি বনগাঁ গোপালনগর থানার জাতিয়া গ্রামে। এই ঘটনায় আহত তিনজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক
রবিবার,২৭/০১/২০১৯
554
বাংলা এক্সপ্রেস---